সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে ছাতকে চার ব্যবসায়ীকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক বাজারে অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপস শীল।
এ সময় শহরের সালিক অ্যান্ড রমিজ স্টোর, আজমল ট্রেডার্স, আরিফ ভেরাইটিজ স্টোর, হাসান স্টোর ও সজল কাঁচা বাজারের ব্যবসায়ীদের কাছ মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রিট তাপস শীল জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলুর দাম বেশি নেওয়ায় ওই চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারের প্রতিটি দ্রব্যের বিক্রয়মূল্য প্রর্দশনের নিদের্শ দেওয়া হয়েছে।