ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের সামনে নির্মিতব্য পদচারী–সেতুতে ডেকবিম বসানো হবে। এ জন্য আগামীকাল শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। চট্টগ্রাম সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
পিন্টু চাকমা বলেন, ডেকবিম তোলার সময় দুর্ঘটনা এড়াতে মহাসড়কের দুই পাশের লেন বন্ধ থাকবে। এ সময় যান চলাচল বন্ধ থাকায় সাময়িক অসুবিধার সৃষ্টি হবে। এ জন্য সওজ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী রুকন উদ্দিন বলেন, ‘প্রায় দুই কোটি টাকার ব্যয়ে পদচারী–সেতুটি নির্মাণ করা হচ্ছে। গত এপ্রিলে শুরু হওয়া সেতুটির নির্মাণকাজ আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে আশা করছি।
সেতুটির কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সওজের সেতুর সংখ্যা দাঁড়াবে ৯টি। এ ছাড়া মহাসড়কের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যাণ্ড কলেজের সামনে একটি বেসরকারি পদচারী–সেতু রয়েছে।