বাংলাদেশে উৎপাদিত প্রথমবারের মতো করোনা টিকা বঙ্গভ্যাক্স বানরের ওপর প্রয়োগ শুরু হয়েছে। এতে ভালো ফল মিলেছে বলে দাবি করেছে গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটি বলছে, দুই মাসের জন্য অর্ধ শতাধিক বানরের ওপর ‘এনিমেল ট্রায়াল’ শেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের করবে তারা।
গ্লোব বায়োটেকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি এ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল-বিএমআরসির কাছে ‘হিউম্যান ট্রায়াল’র জন্য আবেদন করা হবে।
তিনি সোমবার গণমাধ্যমকে বলেন, সংগৃহীত ৫৬টি বানরের ওপর অ্যানিমেল ট্রায়াল অগাস্ট থেকে শুরু করেছি আমরা। আমাদের নিজেদের অ্যানিমেল সেন্টারে রেখে নির্ধারিত প্রটোকলের মধ্যে তা করতে হচ্ছে। সেপ্টেম্বর নাগাদ হিউম্যান ট্রায়ালের জন্য বিএমআরসির কাছে আবেদন করব।