একটা সময় ছিল যখন না ছিল পার্লার, না ছিল ছিল কোনো বিউটিশিয়ান। আগের দিনের নারীরা বাড়িতেই নিজের ত্বকের যত্ন নিতেন। সে সময় বর্ষাকালে মেয়েরা রূপচর্চার জন্য আমলকির ফেসপ্যাক ব্যবহার করতেন।
করোনাকালে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি চিন্তা করে অনেকেই পার্লারে যেতে চান না। তার ওপর সারাদিনে অক্লান্ত পরিশ্রম করে ত্বকের যত্ন নেওয়ার সময়টুকুও পাচ্ছেন না। কিন্তু ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে কিছু সময় তো রাখতেই হবে। কারণ বৃষ্টির দিনগুলোতে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। তার ওপর ব্রণ ও র্যাশের সমস্যা তো আছেই।
অতিমারিতে ওয়ার্ক ফ্রম হোম আবার কয়দিন পর পর লকডাউন। এখন রূপচর্চার সামগ্রী কিনতে যাওয়াতেও আছে স্বাস্থ্যঝুঁকি। একটু ভেবে দেখুন রূপচর্চার জন্য কিন্তু বাহারি জিনিসপত্রের প্রয়োজন নেই। বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। ঘরোয়া কিছু উপাদান নিয়মিত ব্যবহার করে পেতে পারেন উজ্জ্বল ত্বক।
একটি বাটিতে দুধের সর নিয়ে তাতে এক টেবিল চামচ বেসন দিন। এরপর এক চিমটি হলুদ দিন এতে। তারপর সব উপাদান মিশিয়ে মুখে লাগান। মুখে লাগানোর আগে ভালো করে মুখ ধুয়ে নিতে ভুলবেন না। মুখ ধুতে ফেসওয়াশ ব্যবহার করুন। এরপর তোয়ালে দিয়ে মুছে মুখ শুকিয়ে নিন।
এবার দুধের সর, হলুদ আর বেসনের পেস্ট চুলে রঙ লাগানোর ব্রাশ দিয়ে ভালো করে মুখে মেখে নিন। এ সময় চোখের চারপাশের অংশ বাদ রাখুন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর ভেজা রুমাল বা তোয়ালে দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। রাতে শুয়ে পড়ার আগে এটি ব্যবহার করলে ভালো ফল পারেন। এতে ত্বক হবে নরম ও উজ্জ্বল। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করলে ভালো ফল পাবেন।