জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন একজন নারী অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতার। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়- মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতারকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ করা হলো। এ পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে।
প্রজ্ঞাপন পাওয়ার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক রাশেদা আখতার বলেন, আমি সৎ ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। শিক্ষা ও গবেষণার মান আরও বাড়াতে আমি নিজেকে বিলিয়ে দেব।
এর আগে গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের মেয়াদ শেষ হয়। ৯ জুলাই তিনি প্রো-ভিসির দায়িত্ব নেন। এরপর থেকে এ পদটি শূন্য ছিল।