৬০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হ্যাক করেছে হ্যাকাররা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ পাঁচ হাজার ৯০ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা। ডিজিটাল মুদ্রার ইতিহাসে এটি সবথেকে বড় হ্যাকিংয়ের ঘটনাগুলোর একটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা যায়, ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট পলি নেটওয়ার্কে হামলা করে ৬০০ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি সরিয়ে ফেলেছে হ্যাকাররা। আজ বুধবার এক বিবৃতিতে পলি নেটওয়ার্ক জানিয়েছে, হ্যাকাররা মোট ১৯৩ মিলিয়ন পাউন্ডের এথারিয়াম হ্যাক করেছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হ্যাকের ঘটনা। একইসঙ্গে তারা সরিয়েছে ১৮২ মিলিয়ন পাউন্ডের বাইন্যান্স কয়েন এবং ৬১ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডের ইউএসডিসি কয়েন। হ্যাকারদের এই অর্থ ফেরত দেয়ার আহ্বান জানিয়েছে পলি নেটওয়ার্ক।
হ্যাকিং নিয়ে ডিজিটাল সিকিউরিটি ফার্ম ইএসইটি’র সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ জ্যাক মুরে এ প্রসঙ্গে বলেন, বিশ্বের ক্রিপ্টোকারেন্সির বড় একটি অংশই অরক্ষিত। তাছাড়া এটি সাধারণ ব্যাংক ডাকাতির মতো কোনো বিষয় নয়।
তিনি আরও বলেন, ডাকাতিতে সাধারণত ব্যাংকটিই ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের নিজস্ব একাউন্টে জমা থাকে। তাছাড়া, হ্যাকারদের অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানোর মানে হচ্ছে সরকার কিংবা প্রতিষ্ঠানটির করার মতো তেমন কিছুই নেই।