গাজীপুরের ধীরাশ্রম এলাকায় বিকল হওয়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হলো।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার রেজাউল করিম জানান, আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনের তিনটি চাকা ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এ ঘটনায় জয়দেবপুর জংশনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেস, ধীরাশ্রম স্টেশনে একতা এক্সপ্রেসসহ আশপাশের কয়েকটি স্টেশনে বিভিন্ন ট্রেন যাত্রাবিরতি করে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনাটি ঢাকায় উদ্ধারকারী দলকে জানানো হয়। বেলা দেড়টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। তাদের ৩ ঘণ্টার প্রচেষ্টায় দুর্ঘটনা কবলিত ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।