বর্তমান সময়ে গান প্রকাশ হচ্ছে ইউটিউবসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্মে। অনেক মাধ্যমে গান প্রকাশ হলেও দেশে গান শোনার প্রধান মাধ্যম এখন পর্যন্ত ইউটিউবই। ইউটিউবে প্রকাশিত গানগুলো থেকে অনেকে ধরে নেন যে গানগুলোর ভিউ বেশি সে গানই জনপ্রিয়। আবার এটা নিয়ে আছে নানা বিতর্কও। ভিউ হলো চোখের দেখা। ভালো মন্দ তো অনেক পরের ব্যাপার। একবার দেখলাম মানেই ভিউ একটা যোগ হয়ে গেল। কোটি ভিউ মানেই কি ভালো গান?
এ প্রসঙ্গে দেশবরেণ্য সংগীততারকারা দিয়েছেন মতামত। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, কোটি ভিউ হলেই কি আর ভালো গান হয়? কখনই না, হতেই পারে না। কোটি ভিউয়ের সঙ্গে ভালো গানের কোনো সম্পর্ক নেই। সম্প্রতি বেশ কিছু কোটি ভিউ পার হওয়া গান শুনলাম, দেখলাম। একটাও ভালো গান না। কিন্তু কোটি ভিউ! বেশিরভাগ মানুষের নজর সস্তার দিকে যায় বেশি। ভালো জিনিসের দিকে মানুষের নজর খুব কম। ভালোর দিকে নজর তাদেরই যায় যারা রুচিবান মানুষ। সস্তা শ্রোতার চেয়ে গানের সমঝদার শ্রোতা খুবই কম। ভালো গানের ভিউ সব সময় কমই থাকে। আমরা আগে যখন গান করেছি তখন তো আর ভিউ ছিল না। আমাদের ওই গানগুলোর সঙ্গে কোনো তুলনা নেই। সে গানগুলো সারা জীবনের জন্য মানুষের কাছে প্রিয়। বেশিরভাগ গানই জনপ্রিয়। এখন যে গানগুলোর কোটি ভিউ দেখি, বাইরে তো এসব গান তেমন শোনা যায় না। তো কোটি ভিউ দিয়ে কি আর ভালো গানের বিচার হয়?
জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, এটা আমি অনেক আগেই বলেছি, ভিউ হলো একটা জিনিস দেখা। একটা জিনিস দিলে তো মানুষ দেখবেই। একজন সুন্দরী মেয়ে মার্জিত পোশাকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশাপাশি আরেকটা অসুন্দর মেয়ে যদি স্বল্প বস্ত্র পরে হাঁটে তা হলে কোন দিকে মানুষের চোখ বেশি যাবে? অসুন্দরের দিকে, তাই তো? এটাকে কি হিসেবে দেখব? আর একটা শাড়ির দোকানে অনেক শাড়ি প্রচুর লোকে দেখে, কিন্তু কেনে না। লক্ষ ভিউ তো ওই শাড়িরও। এখন লাইক করা এক জিনিস, মানুষের মুখে ফেরা এক জিনিস, ভালো লাগা আরেক জিনিস। ভিউ অন্য জিনিস। পৃথিবীতে সব দেখার জিনিস কি আমার প্রিয় হবে? একটা কিছু প্রকাশ হলে মানুষ তো দেখবেই। বুস্ট করেও ভিউ বাড়ানো যায়। ভালো লাগার জিনিসের প্রতি অভিব্যক্তিতেই বোঝা যায়। ভিউ দেখে লাভ নেই।
জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা এই বিষয় নিয়ে চমৎকার ব্যাখ্যা করলেন। কোটি ভিউ অর্থ কোটি ভিউই। আর জনপ্রিয় শব্দের অর্থ জনপ্রিয়ই। তবে কোটি ভিউ যদি জনপ্রিয় হওয়ার মৌলিক কিছু কার্যকারণের সত্যিকার নিয়ম মানে তবেই কোটি ভিউ সত্যিকারের কোটি ভিউ। এখন প্রশ্ন জনপ্রিয় শব্দের অর্থ কী! জনপ্রিয় মানে কোনোরকম পুশিং ড্যাশিং ছাড়াই আপামর জনতার কানে, কোটিপতির ড্রইংরুমে, চায়ের টং-এ, মাঝির নৌকায় কলেজ ইউনিভার্সিটির করিডরে বাজে তবেই সে গান সত্যিকারের জনপ্রিয়। হতে পারে কিছু গান হয়তো এতটা সর্বজনীন নয় তবু তার জনপ্রিয় উপস্থিতি ঠিকই বোঝা যায়। এখানে আসলে শিল্পীর গাওয়ার পরে আর কোনো দায়ভার থাকে না তবে এই ডিজিটালাইজেশনের যুগে ইউটিউব, পার্সোনাল পেজে গান পয়সা দিয়ে বুস্ট করা যায় আর আমরা বাংলাদেশিরা যে আজকাল নৈতিকতার ধার খুব কম ধারি তা ঘাস খাওয়া গরুও বোঝে। দোয়া করি কোটি ভিউ হওয়া গানগুলোর সত্যিকারের ভার্জিনিটি বজায় থাকুক। ভিউ হিসাব করে চলা নতুন শিল্পীদের জন্য শুভকামনা। তবে আমি এগুলো নিয়ে ভাবি না। গান গাওয়ার গেয়েছি। জনপ্রিয় হলে তা আবার মঞ্চে গাই। এ পর্যন্তই আমার পাওয়া। এত অঙ্ক কষতে পারলে ইকোনমিস্ট হতাম, শিল্পী না। অঙ্কে আমি মোটামুটি কাঁচাই।
একটু অন্যভাবে বললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। তার ভাষ্য, কোটি ভিউ মানেই কি ভালো গান- এই প্রশ্নের সঙ্গেই কিন্তু উত্তর দেওয়া হয়ে গেল। কোটি ভিউ হোক আর একটা ভিউই হোক। ভালো গানগুলো শোনার জন্য সময় লাগে, একটা পরিবেশ লাগে। ভালো গানের কথার মান, সুরের মান, গায়কীর মান অন্যরকম। সেটার জন্য একটা পরিবেশ পরিস্থিতি লাগে। এখন সত্যিকার অর্থে যারা ভালো গান লেখেন, সুর করেন তারা হাজার চেষ্টা করলেও বাজে জিনিস তৈরি করতে পারবেন না। সম্ভবই না। রুচিতে বাধবে। একজন ভালো সুরকার প্রথমেই চিন্তা করবেন যেন গানটা চিরজীবী হয়। আর আমাদের যদি টার্গেটই থাকে যে, আমার গান যা ইচ্ছা তাই হোক। কমন সুর হোক বা নকলও হতে পারে। আমি চাই যে, আমার নামের পাশে একটা কোটি ভিউ গান লেখা থাকবে। এটা হলো যার যার চাওয়ার বিষয়। একটা ভালো গানের জন্য ভালো গানের শ্রোতাও লাগে। যে গান ভালো গান, সেটা আসলেই খুঁজে নিতে হয়। যে জিনিস মূল্যবান তাকে আসলে খুঁজতে হয়। সহজে কিন্তু হীরা খুঁজে পাওয়া যায় না। হীরা খুঁজে পাওয়া কিন্তু অনেক কঠিন। সুতরাং এটা নিয়ে আমার আসলে বেশি কিছু বলার নেই। কোটি ভিউ দিয়ে কোনো দিনই বিচার করা যাবে না যে কোটি ভিউ হলেই ভালো গান হবে।
জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক বাপ্পা মজুমদার বললেন একটু ভিন্নভাবে। তিনি বলেন, ভিউ মানেই যে সেটা খারাপ গান সেটা আমি বলব না। আবার কোনো গান কোটি ভিউ হয়েছে বলেই যে সেটা ভালো গান এ সিদ্ধান্তে আসা যাবে না। গানের মান, মানের জায়গায়। এখন মানসম্মত একটা গানের কোটি ভিউ হতেও পারে, নাও হতে পারে। অনেক ভালো গানের ভালো ভিউও আছে। আবার অনেক গান আছে যেটা অখাদ্য, বাজে সেটার বহু ভিউ। ওইটাকে তো আর আমি ভালো গান বলতে পারব না। তিনটা পয়েন্টই খুব গুরুত্বপুর্ণ। কোটি ভিউ দিয়ে গানকে বিচার করা যাবে না। গানের মানটা ভালো হওয়া জরুরি।
অনেকে কিন্তু ভিউ মাথায় রেখেই গান তৈরি করছেন। এটাকে আপনি কীভাবে দেখেন? বাপ্পা বলেন, এটা খুবই ভুল প্র্যাকটিস। অত্যন্ত ভুল প্র্যাক্টিস। এই প্র্যাকটিসটা লম্বা সময় ধরে গিলানো হচ্ছে। এমন কিছু করো যেন বহু মানুষ দেখে! এ কারণে অনেক মিউজিক ভিডিওতে বাজে দৃশ্য থাকে যেন ভিউ বেড়ে যায়। অসৎ উপায়ে শিল্পচর্চা হয় না।
বাংলা গানের যুবরাজ আসিফ আকবর বিস্তর ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, একশ কোটি, দুইশ কোটি ভিউ সমস্যা না। যেমন- হাদী ভাইয়ের গাওয়া চোক্ষের নজর এমনি কইরা বা জন্ম থেকে জ্বলছি মাগো, এগুলো তো নিঃসন্দেহে দেশের সেরা গান, তাই না? এগুলোর ভিউ ষাট সত্তর হাজার করে। প্রমাণ শেষ। অর্থাৎ কোটি ভিউ, শত কোটি ভিউ কোনো ব্যাপার না। যে গান বেঁচে থাকবে সেটাই ভালো গান। কোটি ভিউয়ের অনেক গানই পরে আর খুঁজে পাওয়া যায় না। আবার ও প্রিয়া তুমি কোথায়, এখনও মাঝে মাঝে- এগুলো ২০ বছর আগের গান। এখনো আবেদন ফুরায়নি। আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ তখনো যেমন ছিল এখনো তাই। এ গানগুলো ইউটিউবে আপলোড হয়েছে বেশি দিন কিন্তু হয়নি। এগুলোর কোটি কোটি ভিউ হয়ে যাচ্ছে। অর্থাৎ কোটি ভিউয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় শুধু মিউজিক ভিডিওর মাধ্যমে। একটা উদাহরণ দিই, তা হলো- শিল্পীর গানে লিপসিং করছেন শাহরুখ খান-কাজল, তা হলে কি এই গানের ভিউ হবে না? ‘লাভ ম্যারেজ’ সিনেমায় আমার একটা গান আছে। এটার লিপসে শাকিব খান ও অপু বিশ্বাস। গানটা দীর্ঘদিন বেঁচে থাকার মতো গান নয়। ইউটিউবে কিন্তু এই গানের ভিউ অনেক। ভিউ হচ্ছে একটা ট্রেন্ড। কিন্তু সেরা না। আমার মনে হয়, ভিউয়ের সঙ্গে ভালো গানের কোনো সম্পর্ক নেই। আর ভাইরাল হচ্ছে জাম ফলের মতো। আড়াই দিনের আয়ু নিয়ে আসে, এর পর পচে যায়।
এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী কনা বলেন, আমি সব সময় বলে আসছি গানটাই আসল। আমার কাছে যেটা পছন্দ না সেটা আবার দেখা যাচ্ছে গ্রামেগঞ্জের অনেক মানুষের কাছে পছন্দ। সেই গানটার ভিউ হচ্ছে। অনেক মানুষ দেখছে। ভিউ মানেই যে গানটা জনপ্রিয় এটা বলা যাবে না। একটা গান দেখার সঙ্গে সঙ্গেই তো ভিউ বেড়ে যায়। কিন্তু পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে। সেটা ক্ষেত্রবিশেষ নির্ভর করে। ভিউ মানে ভালো গান কিনা, ভিউ বেশি মানেই হিট কিনা? বেশি ভিউ আর জনপ্রিয়তার মধ্যে পার্থক্য আছে। তবে এটা সত্যি, যে গানের ভিউও আছে আবার সেই সঙ্গে শ্রোতাপ্রিয়তাও। যে গানের ভিউ বেশি এবং জনপ্রিয় সেটাই ভালো গান।