23 C
Dhaka
Saturday, November 23, 2024

চাকুরির খবর

নীল শহরে বেদনার স্মৃতিবিজড়িত মসজিদ

মরক্কোর উত্তরাঞ্চলীয় শেফশাওয়েন শহর। শহরটি ‘ব্লু সিটি’ হিসেবে খ্যাত। এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিশ্বের পর্যটকরা সেখানে ভিড় জমায়। তা ছাড়া শেফশাওয়েন শহরের পর্বতচূড়ায় আছে স্প্যানিশ ঔপনিবেশিক স্মৃতিবিজড়িত এক মসজিদ। সূর্যাস্তের সময় মসজিদের পাশ থেকে সারা শহরের দৃশ্য সবাইকে অভিভূত করে। তাই সন্ধ্যাবেলা শহরবাসীর যাতায়াতে তা পরিণত হয় বিনোদনকেন্দ্রে। কবি-সাহিত্যিক, গান ও রংপ্রেমীসহ প্রতিদিন নানা সংস্কৃতির মানুষের সমাগম ঘটে এখানে।

তবে পর্যটকদের জনপ্রিয় ব্লু সিটির এই স্প্যানিশ মসজিদ ঘিরে আছে অজানা ইতিহাস। ১৯২০ সালে তা নির্মিত হলেও শেফশাওয়েন শহরের মুসল্লিরা সেখানে নামাজ পড়েন না। এমনকি অনেক সময় তাতে আজানও হয় না। তবে নামাজ না পড়ার পেছনে ঘিরে আছে অজানা রহস্য। চলুন জেনে নেওয়া যাক সেই করুণ কথা।

সম্প্রতি আলজাজিরা নেটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, স্প্যানিশ ঔপনিবেশিক শাসনামলে নির্মিত বুজ আফের মসজিদ স্থানীয় মুসলিমদের কাছে বেদনার স্মৃতিবাহক। একসময় মুসলিম মা-বাবারা পরিবারের সদস্যদের সেখানে যেতে বারণ করতেন বলে স্থানীয় লোকজনের মধ্যে প্রচলিত আছে।

স্থানীয় অনেক অধিবাসী অদ্যাবধি মনে করে, এই মসজিদে নামাজ পড়া আমাদের জন্য শোভনীয় নয়। কারণ তা স্প্যানিশরা নির্মাণ করে। তাই এখানে নামাজ পড়া নিষিদ্ধ।

শেফশাওয়েন শহরের ইতিহাস গবেষক জামালুদ্দিন আল রাইসুনি বলেন, বুজ আফের মসজিদের ইতিহাসের সঙ্গে মিশে আছে স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের স্মৃতিচিহ্ন। স্থানীয়ভাবে নিজেদের শাসন পাকাপোক্ত করতে স্প্যানিশ সামরিক প্রতিনিধি ১৯২৫ সালে মসজিদটি স্থাপন করেন। তা ছাড়া শেফশাওয়েনবাসীর অনেকে এটিকে স্প্যানিশ খ্রিস্টানদের মিশনারি প্রকল্প হিসেবে মনে করত। তা ছাড়া তখনকার সময়ে ওই স্থানে মসজিদ নির্মাণের পরিকল্পনা স্থানীয় লোকজনকে ভাবিয়ে তুলেছিল। কারণ পাহাড়ের ওই স্থান থেকে পুরো শহর একপলকে দেখা যেত। ফলে ঔপনিবেশিক শাসকের জন্য শহরবাসীর ওপর গভীর নজরদারি করা অস্বাভাবিক ছিল না।

শেফশাওয়েন শহরের গভর্নর ফার্নান্দো ক্যাপাজের (Fernando Capaz) উদ্যোগে তা নির্মিত হয়। আরবি ভাষায় তিনি ছিলেন খুবই পারদর্শী। স্থানীয় মুসলিম অধিবাসীদের কাছে আসার উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেন। কিন্তু স্থানীয় লোকজন মসজিদে নামাজ পড়া প্রত্যাখ্যান করে স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের প্রতিবাদে অংশ নেয়।

বুজ আফের মসজিদের নামকরণ নিয়ে নানা কথা স্থানীয় লোকজনের মধ্যে প্রচলিত আছে। অনেকের মতে, স্থানীয় ভাষায় বুজ আফের শব্দের মূল অর্থ বড় গোঁফ। প্রচলিত আছে যে মসজিদ নির্মাতা স্পেনের সামরিক শাসকের গোঁফ ঘন ছিল। অনেকে মনে করে, বুজ আফের মূল হলো আবুল আসাফির, যিনি স্পেনের একজন রোমান্টিক কবি। তাঁর অনেক বাগান ও পাখি ছিল। সেখান থেকেই বুজ আফের নামের উৎপত্তি হতে পারে।

বুজ আফের মসজিদ নিয়ে শেফশাওয়েনের স্থানীয় মুসলিমদের মধ্যে নানা ক্ষোভ ও দুঃখ-ব্যথা কাজ করে। এটিকে তারা মদিনার এক প্রান্তে ইহুদিদের নির্মিত মসজিদে জিরারের মতো করে। ঔপনিবেশিক শাসনামলে একজন প্রতিনিধির মসজিদ নির্মাণকে তারা অস্বাভাবিক ও বিস্ময়কর বলেই মনে করে।

সে যা হোক। ব্লু সিটি খ্যাত শেফশাওয়েন শহরের অন্যতম আকর্ষণ বুজ আফের মসজিদ। শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের নানা সংস্কৃতি ও বর্ণের লোকজন প্রতিনিয়ত সেখানে ভিড় করে। নানা রঙের মেলা ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য অভিভূত করে দর্শনার্থীদের।

সূত্র : আলজাজিরা নেট ও মাগরিব ভয়েস ডটকম

আরও সংবাদ

ভরা মৌসুমে চড়ছে চালের দাম

দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম...

সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল ইমো

প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে সরকারের ৩৩৩ হেল্পলাইনের সঙ্গে সংযুক্তি, বছরজুড়ে নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছে বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো।...

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে অনলাইনে ভর্তি পরীক্ষা আগামী...

একটি মন্তব্য প্রদান করুণ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Stay Connected

- Advertisement -

সর্বশেষ সংবাদ

ভরা মৌসুমে চড়ছে চালের দাম

দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম...

সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল ইমো

প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে সরকারের ৩৩৩ হেল্পলাইনের সঙ্গে সংযুক্তি, বছরজুড়ে নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছে বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো।...

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে অনলাইনে ভর্তি পরীক্ষা আগামী...

মেসিকে নিয়ে মুখ খুললেন খেলাইফি

বার্সেলোনার সঙ্গে চুক্তির ঝামেলায় আটকে ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু ফরাসি ক্লাবটিতে তার দুই বছর ঠিক সাফল্যময় হয়নি।...

পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের...