পাঞ্জশিরে পালিয়ে থাকা বিদ্রোহী নেতা ও সাবেক আফগানম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহের ভাই রোহুল্লাহ আজিজীকে হত্যা করেছে তালেবান বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
নিহতের আত্মীয় এবাদুল্লাহ সালেহের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল পতনের পর পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী লড়াইয়ে অন্যতম নেতা ছিলেন আমরুল্লাহ সালেহ। তালেবানরা অঞ্চলটি দখল করার কয়েকদিন পর সংবাদটি প্রকাশ্যে এলো।লিখিত বার্তায় রয়টার্সকে এবাদুল্লাহ সালেহ বলেন, ‘তারা আমার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গতকাল তাকে হত্যা করেছে এবং তারা আমাদের তাকে দাফন করতে দেয়নি। এদিকে, তালেবান দাবি করেছে যে, পাঞ্জশিরে যুদ্ধের সময় রোহুল্লাহ আজিজী সালেহ নিহত হন।