ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর সরকারকে তার দেশকে যুদ্ধবিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করার জন্য আবারও আহ্বান জানিয়েছেন।
শনিবার গভীর রাতে দেওয়া এক আবেগপ্রবণ ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, যেসব ভারী অস্ত্র ইউরোপে ‘স্বাধীনতাকে রক্ষা করতে পারে’, তা বরং এখন গুদামে পড়ে থেকে শরীরে ধুলো জমাচ্ছে।
জেলেনস্কি অভিযোগ করে বলেন, রাশিয়ান যুদ্ধবিমানকে মেশিনগান দিয়ে গুলি করে নামানো যাবে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, ‘ন্যাটো কী করছে? এটা কি রাশিয়া চালাচ্ছে? তারা কিসের জন্য অপেক্ষা করছে? ৩১ দিন হয়ে গেছে।
বিজ্ঞাপনআমরা ন্যাটোর কাছে যা আছে তার মাত্র এক শতাংশ চাইছি। এর বেশি কিছু নয়। ’
এদিকে, পূর্ব ইউরোপের ন্যাটো সদস্য স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বিবিসিকে নিশ্চিত করেছেন, পরে অস্ত্র ফেরত পেলে তার দেশ ইউক্রেনকে সোভিয়েত আমলের তৈরি এস-৩০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাতে ইচ্ছুক। সূত্র : বিবিসি।