22 C
Dhaka
Friday, November 22, 2024

চাকুরির খবর

ভারত প্রমাণ করেছে রাশিয়াকে একঘরে করা সহজ নয়

ক্রেমলিন ভারতের মতো বড় শক্তির সঙ্গে সম্পর্ক উন্নীত করতে আগ্রহী। কারণ, পশ্চিমের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে। ইউক্রেনের বিষয়ে নিজেদের অবস্থানের পক্ষে ভারতের সমর্থন পাওয়ার জন্য মার্চের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া দিল্লিতে প্রতিনিধিদল পাঠিয়েছিল। পশ্চিমা দেশগুলো এবং রাশিয়া দিল্লিকে নিজের দলে টানতে তোড়জোড় চালালেও ভারত তার জোটনিরপেক্ষ অবস্থানে এখন পর্যন্ত অবিচল আছে এবং রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে জাতিসংঘে আয়োজিত ভোটাভুটিতে ভোটদান করা থেকে বিরত রয়েছে।

মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলিপ সিং ৩০ থেকে ৩১ মার্চ নয়াদিল্লি সফর করেন। ওই সময় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে অকার্যকর করতে যেসব দেশ তৎপর হবে, অর্থাৎ রাশিয়ার সঙ্গে লেনদেন আগের মতোই চালিয়ে যাবে, তাদের খারাপ পরিণতি বরণ করতে হবে। তিনি আরও বলে গেছেন, রাশিয়া থেকে ভারত এ মুহূর্তে জ্বালানিসহ অন্যান্য পণ্য আমদানি করতে চাইলে সেটিকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে না।

এর এক সপ্তাহ পরে ৬ এপ্রিল হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ব্রায়ান ডিজ ঘোষণা করেন, মস্কোর সঙ্গে ভারতের আরও ‘স্পষ্ট কৌশলগত যূথবদ্ধতা’র পরিণতি হবে ‘উল্লেখযোগ্য ও দীর্ঘমেয়াদি’।

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন নিঃসন্দেহে আশাবাদী ছিল, ভারত রাশিয়ার নিন্দা করে ভোট দেবে এবং রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা মেনে চলবে।

ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং এই শতাব্দীর শুরু থেকে দেশটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ক্রমবর্ধমান ইতিবাচক সম্পর্ক উপভোগ করে আসছে।

বাইডেন তাঁর প্রশাসনের উচ্চপদস্থ সদস্যদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের রেখেছেন এবং আমেরিকায় ভারতীয় সম্প্রদায়ের অবদানকেও বেশ জোরালোভাবে প্রচার করেছেন।

এ ছাড়া চার দেশের জোট কোয়াডের সদস্য হিসেবে ভারত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আয়োজন করা বার্ষিক সামরিক মহড়ায় যোগ দিয়ে থাকে। এ জোটে ভারত ও যুক্তরাষ্ট্রের বাইরে অস্ট্রেলিয়া ও জাপান রয়েছে। চার দেশের অংশীদারিসম্পন্ন কোয়াডের আবির্ভাব ঘটেছিল ২০০০ সালের দিকে। দক্ষিণ–পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান দাপটকে নিয়ন্ত্রিত রাখার লক্ষ্যে এর সদস্যরা সাম্প্রতিক বছরগুলোতে একসঙ্গে সামরিক মহড়া বাড়িয়েছে।

তবে রাশিয়ার নিন্দা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরত থাকার সিদ্ধান্ত ভারতের ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ বজায় রাখার প্রতি ভারতের অঙ্গীকারকে প্রতিফলিত করছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর ভারতকে ‘আমেরিকার সংস্পর্শে থাকতে, চীনকে সামাল দিতে, ইউরোপকে কাজে লাগাতে, রাশিয়াকে আশ্বস্ত করতে এবং জাপানকে খেলায় নামাতে’ আহ্বান জানিয়েছেন।

কয়েক শতাব্দী ধরে পশ্চিমাদের সঙ্গে ভারতের সমস্যাযুক্ত ইতিহাস রয়েছে। ১৪৯৮ সালে ভাস্কো–দা–গামার ভারতবর্ষ আবিষ্কারের পর ইউরোপীয় শক্তিগুলো (উল্লেখযোগ্যভাবে পর্তুগিজ, ডাচ, ফরাসি ও ব্রিটিশ) প্রাথমিকভাবে ভারতের সঙ্গে বাণিজ্য করতে চেয়েছিল। এটি পরে সরাসরি ঔপনিবেশিকতায় গড়ায়।

ভারত ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্নায়ুযুদ্ধের সময় দেশটির সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমের সম্পর্ক জটিল ছিল। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানের সমর্থনে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। এটি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত তিক্ত পর্যায়ে চলে গিয়েছিল।

স্নায়ুযুদ্ধের সময় গড়ে ওঠা ভারত ও রাশিয়ার মধ্যে তুলনামূলকভাবে ইতিবাচক ঐতিহাসিক সম্পর্ক এ সময় আরও গভীর হয়। ভারত জোটনিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতৃত্বে থাকার পরও মস্কো এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্ক বিকাশ লাভ করে। ইন্দো-সোভিয়েত শান্তি, বন্ধুত্ব এবং সহযোগিতা চুক্তি ১৯৭১ সালের আগস্টে তাদের অংশীদারত্বকে আনুষ্ঠানিক রূপ দেয়।

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ (মূলত পূর্ব পাকিস্তান-পশ্চিম পাকিস্তান) শুরু হলে বঙ্গোপসাগরে সোভিয়েত রাশিয়ার নৌবহরের উপস্থিতি ঘটায় যা মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরকে থমকে দিয়েছিল। এই সময় সোভিয়েত ইউনিয়ন ভারতকে অস্ত্রের চালান দিয়েছিল। ভারতের মহাকাশ কর্মসূচিতে সোভিয়েত ইউনিয়ন উল্লেখযোগ্য সহায়তা দিয়েছিল। ১৯৮৭ সালে সমন্বিত দীর্ঘমেয়াদি সহযোগিতা (ইন্টিগ্রেটেড লং টার্ম প্রোগ্রাম অব কো-অপারেশন, সংক্ষেপে আইএলটিপি) চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়।

সোভিয়েত পতনের পরও একটি গঠনমূলক ভারতীয়-রুশ সম্পর্ক অটুট ছিল। এ অংশীদারত্বকে লালন করার জন্য মস্কোতে নতুন করে পদক্ষেপ নেওয়া হয়েছিল।

বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক হিসেবে ভারত অস্ত্র প্রস্তুতকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। রাশিয়া ভারতের শীর্ষ সরবরাহকারী হিসেবে রয়ে গেছে। একুশ শতকে ভারতের অর্থনীতি বেড়েছে। ভারতের নেতৃত্ব পাকিস্তান ও চীনের সঙ্গে তার ঐতিহ্যগত বিরোধ নিয়ে উদ্বিগ্ন থেকে গেছে। এ কারণে রাশিয়ার প্রতিও তাঁর নির্ভরতা রয়ে গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা এগিয়েছে। কিন্তু তাই বলে যুক্তরাষ্ট্রের কথায় ভারত রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে, ততটা খারাপ সম্পর্ক এখনো মস্কো-দিল্লির মধ্যে হয়নি।

এশিয়ান টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত

জন পি রুহেল ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী অস্ট্রেলিয়ান-আমেরিকান সাংবাদিক

আরও সংবাদ

ভরা মৌসুমে চড়ছে চালের দাম

দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম...

সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল ইমো

প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে সরকারের ৩৩৩ হেল্পলাইনের সঙ্গে সংযুক্তি, বছরজুড়ে নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছে বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো।...

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে অনলাইনে ভর্তি পরীক্ষা আগামী...

একটি মন্তব্য প্রদান করুণ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Stay Connected

- Advertisement -

সর্বশেষ সংবাদ

ভরা মৌসুমে চড়ছে চালের দাম

দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম...

সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল ইমো

প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে সরকারের ৩৩৩ হেল্পলাইনের সঙ্গে সংযুক্তি, বছরজুড়ে নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছে বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো।...

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে অনলাইনে ভর্তি পরীক্ষা আগামী...

মেসিকে নিয়ে মুখ খুললেন খেলাইফি

বার্সেলোনার সঙ্গে চুক্তির ঝামেলায় আটকে ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু ফরাসি ক্লাবটিতে তার দুই বছর ঠিক সাফল্যময় হয়নি।...

পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের...