কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা ডুবির পর থেকে মস্কো ইউক্রেনে আক্রমণ বাড়িয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব ইউক্রেন ছাড়াও রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ মিকোলিভ এবং খেরসন অঞ্চলের অবস্থা ক্রমশ খারাপ হয়ে উঠছে।
এক ভিডিও বার্তায় ইউক্রেন সেনাবাহিনীর দক্ষিণ অপারেশনাল কমান্ড বলেন, গত কয়েক দিন ধরে ইউক্রেনের দক্ষিণ অঞ্চল ক্রমশ প্রতিকূল আগ্রাসনের মুখে পড়েছে।
ভিডিও বার্তায় ইউক্রেনীয় সেনাবাহিনীর এই কমান্ডার বলেন, রুশ বাহিনী অঞ্চলে দৃঢ় অবস্থান নিতে এবং অবস্থান ধরে রাখতে মরিয়া। বিশ্বের সবথেকে ‘নির্লজ্জ সেনারা’ এটা করতে বেসামরিক নাগরিকদের তাড়া করছে। কিছু অঞ্চলে স্নাইপারের উপস্থিতি রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার কৃষ্ণসাগরে ডুবে যায় রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভা।
রাশিয়া বলেছে, জাহাজটিতে আগুন লাগে। পরে সেটি তীরের দিকে টেনে নেওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তারা।