কুমিল্লা অফিস ॥
বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন ও চরবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার উদ্যোগে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরচাষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষায় বার্ডের উদ্ভাবনী কার্যক্রম ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, পরিবেশ সুরক্ষা ও পলিবর্জের অভিযোজন কার্যক্রমে চরের দোকানদার ও সমিতির সুফলভোগী এবং পলিবর্জের দূষণ প্রশমনের জন্য স্কুলের শিশু ও শিক্ষকদের নিয়ে গতকাল রোববার সকালে পৃথক র্যালি অনুষ্ঠিত হয়।
পরে পুরাতন চকলেট, চিপস ইত্যাদির খোসা জমা নিয়ে প্রকল্প ব্যবস্থাপনা থেকে শিশুদের উৎসাহিত করার জন্য নতুন চকলেট প্রদান করা হয়। কমিউনিটি পর্যায়ে নারী ও দোকানদারদের থেকে বস্তাভর্তি পলিবর্জ নিয়ে পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করার জন্য বস্তাপ্রতি নগদ এক শ’ টাকা করে প্রদান করা হয়। চরের মাটি ও পানির দূষণ রোধের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে একটি করে পরিবেশবান্ধব কাপড়ের তৈরি বাজার ব্যাগ বিতরণ, বৃক্ষরোপন করা হয়।
কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে বার্ডের অতি: মহাপরিচালক মো: শফিকুল ইসলাম বলেন, বার্ডের রাজস্ব বাজেটে অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানোন্নয়ন শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্প মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চরচাযী এবং কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নতুন হাসনাবাদ গ্রামের দু’টি চরে বাস্তবায়িত হচ্ছে।
বার্ডের যুগ্ন পরিচালক (প্রকল্প) আযমা মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, বার্ডের উপ-পরিচালক (পল্লী ব্যবসা ব্যবস্থাপনা) ও প্রকল্প পরিচালক মো: রিয়াজ মাহমুদ, সহকারি পরিচালক (প্রকল্প) ও সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ আশরাফুর রহমান ভূইয়া, মানবাধিকার কমিশনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী এম. সালাহউদ্দিন সেলিম, এস. এম নাসির উদ্দিন।