কুমিল্লা অফিস:
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করাতে মনোনয়ন বঞ্চিতদের নিয়ে রুদ্ধদ্বার সভা হয়েছে ঢাকায়। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভা আহ্বান করেন যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, সভার একপর্যায়ে হানিফ বলেন, এখন আর করার কিছ্ইু নেই। প্রার্থীকে কীভাবে বিজয়ী করা যায়, সে বিষয়ে সবাইকে কাজ করতে হবে। সব ক্ষোভ, দুঃখ-কষ্ট ভুলে গিয়ে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার ব্যাপারে মাঠে থেকে কাজ করতে হবে। তিনি বলেন, গতকাল শুক্রবার থেকেই মনোনয়নপ্রত্যাশী ১২ জনের সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। তবে মনোনয়নপ্রত্যাশীরা শুক্রবার থেকে কাজে না নেমে রবিবার থেকে নামার প্রতিশ্রুতি দেন। হানিফ তাদের উদ্দেশে বলেন, ফল যাই হোক, আমরা চাই কেউ যেন বলতে না পারে মনোনয়ন বঞ্চিতদের জন্য নৌকার পরাজয় হয়েছে বা মনোনয়ন বঞ্চিতদের ছাড়াই নৌকার বিজয় হয়েছে। তিনি বলেন, নৌকা আওয়ামী লীগের প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক। কারও ব্যক্তিগত প্রতীক নয়। সুতরাং সব ক্ষোভ ভুলে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হতে হবে। দলে সবাইকে খুশি করানো যায় না, তবু দলের জন্য কাজ করতে হয়।
সভায় অনেকে প্রশ্ন তোলেন- নির্বাচনের মাত্র দুই-চার দিন আগে কেন ডাকা হলো। আগে ডাকলে ভালো হতো। তবে মনোনয়ন বঞ্চিতদের সবাই বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই আমরা কাজ করছি। আমাদের লোকজনকে বলেছি, নৌকার পক্ষে কাজ করতে।
সভায় আঞ্জুম সুলতানা সীমা, মাসুদ পারভেজ খান ইমরান, নূর উর রহমান মাহমুদ তানিম, কবিরুল ইসলাম সিকদার, আনিসুর রহমান মিঠু বক্তব্য রাখেন। সভায় মাহবুব-উল আলম হানিফ বলেন, প্রার্থিতার সিদ্ধান্তে ভুলত্রুটি থাকতেই পারে। তবে যে আছে তাকেই প্রধান ধরে কাজ করতে হবে। তিনি বলেন, এখন আর মূল্যায়নের সময় নেই, যা হয়েছে তা নিয়েই কাজ করতে হবে। নেত্রীর নির্দেশনায় এ সভা ডাকা হয়েছে। সুতরাং নেত্রীর প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রার্থীর বিজয়কে নিজেদের বিজয় বলে মনে করতে হবে। এর পর সবাই মাঠে নামার জন্য প্রতিশ্রুতি দেন। আগামী রবিবার থেকে তারা মাঠে নামবেন বলে হানিফকে জানান। যদিও আগামী ১৩ জুন মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারের শেষ দিন।
সভায় মাহবুব-উল আলম হানিফ ছাড়াও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইয়িদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী ও ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে অংশ নেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলীয় প্রার্থী আরফানুল হক রিফাত, কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নূর-উর রহমান মাহমুদ তানিম, মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আনিসুর রহমান মিঠু। তারা সবাই রুদ্ধদ্বার ওই সভায় উপস্থিত থাকার কথা স্বীকার করেন।