20 C
Dhaka
Saturday, November 23, 2024

চাকুরির খবর

সাক্কুর পথের কাঁটা কায়সার, সুযোগ নিতে পারেন রিফাত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আর মাত্র তিন দিন পর ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। নতুন ইসির অধীনে এ নির্বাচন অনুষ্ঠানের কারণে দেশের আপামর মানুষজন ও বিদেশী মোড়লদের দৃষ্টি এখন কুমিল্লার দিকে। কুমিল্লা সিটির গত ২টি নির্বাচনে আওয়ামী লীগের মিত্র পক্ষকে সঙ্গে নিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টানা জয়লাভ করলেও এবারে তার পথের কাঁটা তারই দলের বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। সাক্কুর পক্ষে তার অনুসারীরা ছাড়া আগের নির্বাচনগুলোর ন্যায় মিত্র শক্তি আওয়ামী লীগের একাংশ যেমন নেই, তেমনই নির্বাচনে না গেলেও জেলা বিএনপির আহ্বায়কের শ্যালক হিসেবে কায়সারের পক্ষে দল ও অঙ্গসংগঠনের প্রভাব কিন্তু কম নয়। কায়সারের জন্য এছাড়া বাড়তি সুবিধা রয়েছে তাদের শিল্প কারখানার বিপুলসংখ্যক শ্রমিক ও তাদের পরিবারের ভোট ব্যাংক। কায়সার ও তার অনুসারীরা ভোট বিপ্লবের মাধ্যমে সাক্কুকে পরাজিত করে মেয়র পদে পরিবর্তন ঘটাতে চান। বিএনপি ও সমমনা দলগুলোর ভোট ব্যাংকে সাক্কু-কায়সারের ভোট ভাগাভাগিতে এ যখন অবস্থা তখন কেন্দ্রীয় আওয়ামী লীগ নৌকার মনোনয়ন যুদ্ধে বঞ্চিত ১৪ জনকে ঢাকায় ডেকে নৌকার প্রার্থী রিফাতের পক্ষে কাজ করার কঠোর নির্দেশনা প্রদান করেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছেন, বিএনপির সাক্কুর ভোট ভাগাভাগির সুযোগ কাজে লাগিয়ে, নৌকার পক্ষে সম্মিলিত প্রচেষ্টা থাকলে রিফাত তথা নৌকার জয় অবিসম্ভাবী। এদিকে নির্বাচনী প্রচার অভিযানে সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী সাক্কু উন্নয়ন, নৌকার প্রার্থী রিফাত দুর্নীতির বিচার ও স্বতন্ত্র প্রার্থী কায়সার পরিবর্তনের অঙ্গীকার করে ভোট চাওয়া অব্যাহত রেখেছেন।

ঢাকায় বৈঠকে মনোনয়ন বঞ্চিতদের নৌকার পক্ষে কাজ করার কঠোর নির্দেশ ॥ গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী দলের বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েও না পাওয়া ১৪ জনের মধ্যে ১২ জনের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বৈঠকে সিটি নির্বাচনে দলের মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। এ বৈঠকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেয়া নৌকার মনোনয়নবঞ্চিত মাসুদ পারভেজ খান ইমরান বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিতে আমাদের কাউকে রাখা হয়নি। এ ছাড়া নৌকার প্রার্থীর পক্ষ থেকে আমাকে মাঠে না নামতে বলা হয়েছে। এ অবস্থায় আমি যদি মাঠে নামি, আর নৌকা যদি ফেল করে তাহলে আমাকে দোষ দেবে। এ সব কথা নেতৃবৃন্দকে জানিয়েছি। অপর মনোনয়নবঞ্চিত নূর-উর রহমান মাহমুদ তানিম জানান, বৈঠকে নৌকার প্রার্থীর বিষয়ে অনেক কথা হয়েছে। সবাই কথা বলেছে। তবে প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিতে আমাদের নাম না রাখার বিষয়টি নেতৃবৃন্দ জেনেছেন, এ বিষয়টি গুরুত্ব না দিয়ে নৌকার বিজয়ের বিষয়টি গুরুত্ব দিতে বলা হয়েছে। বৈঠকে ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা। তিনি নৌকার মনোনয়ন চেয়ে পাননি। তিনি বলেন, প্রচার-প্রচারণার সময় খুবই কম। তাই বৈঠকে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করার জন্য সকলকে দিকনির্দেশনা দেয়া হয়েছে। তবে নির্বাচনী আইন ও বিধি-নিষেধের কারণে সংসদ সদস্য হিসেবে আমি গণসংযোগ ও প্রচারে অংশ নিতে পারি না। তবে অন্য যারা নৌকার মনোনয়ন চেয়ে পাননি, তারা শনিবার (আজ) একসঙ্গে বসে নৌকার বিজয়ের লক্ষ্যে নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী করণীয় ঠিক করবেন। বৈঠকে উপস্থিত দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর জানান, নৌকার বিজয়ের প্রশ্নে কোন মান-অভিমান, মতবিরোধ বা কোন্দল থাকতে পারে না। তাই নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাব কাজ করতে বলা হয়েছে। তবে সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, যারা নৌকার মনোনয়ন চেয়েছিলেন তারা রাজনৈতিকভাবে সবাই প্রতিষ্ঠিত এবং দলেও তাদের অবদান রয়েছে। মনোনয়ন পেলে তাদেরও কেউ মেয়র হতে পারতেন। তাই তাদের নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হয়নি। তিনি আরও বলেন, নৌকা আওয়ামী লীগের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক। বঙ্গবন্ধু কন্যা দলের সবাইকে নৌকার পক্ষে কাজ করতে নির্দেশনা দিয়েছেন। আশা করি নৌকার বিজয়ের লক্ষ্যে তারাসহ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

প্রার্থীদের গণসংযোগ- নৌকা ॥ নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত শুক্রবার নগরীর মগবাড়ী, কালিয়াজুড়ি, ঠাকুরপাড়া এবং তার স্ত্রী নাসরিন আক্তার শিল্পী নেউরা, নোয়াগাঁও, দয়াপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন। এসব পথসভায় রিফাত সাংবাদিকদের বলেন, তার সামনে কোন চ্যালেঞ্জ নেই। দলের নেতাকর্মীরা সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। তিনি বলেন, গত দুই মেয়াদে যিনি (সাক্কু) মেয়র ছিলেন তিনি উন্নয়নের নামে দুর্নীতি করে পকেট ভারি করেছেন, অপরিকল্পিত কাজ করে নগরীকে বসবাসের অযোগ্য করে তুলেছেন। নগরীর বাসিন্দারা এখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাকে আর মেয়র দেখতে চায় না। তিনি বলেন, এ নির্বাচনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মার্কা নৌকার বিজয় ইনশা আল্লাহ হবেই হবে।

টেবিল ঘড়ি ॥ মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু শুক্রবার নগরীর তেলিকোনা চৌমহনী, টিক্কাচর, পাথুরিয়াপাড়াসহ ৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এবং তার স্ত্রী জেসমিন আফরোজা টিকলি পূর্ব মাটিয়ারা, নোয়াগ্রাম, উনাইসার, দিশাবন্দ এলাকায় পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এসব পথসভায় সাক্কু সাংবাদিকদের বলেন, আমি উন্নয়নের পক্ষে আছি। আমার সময়ে শতভাগ উন্নয়ন না হলেও ৭০ শতাংশ হয়েছে। তিনি বলেন, প্রচারের ক্ষেত্রে সরকার দলীয় প্রার্থীর নেতাকর্মীদের শত বাধার পরেও আমার নেতাকর্মীরা মাঠে রয়েছে। তারা গ্রেফতার ও হামলা-মামলার আতঙ্কে আছে। ভোটের দিনে আমার এজেন্ট, ভোটার ও কর্মীদের পথে পথে বাধা দেয়ার পরিকল্পনা হচ্ছে। এসব বিষয়ে তিনি নির্বাচন কমিশনকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান। তিনি দৃঢ়তার সঙ্গে আরও বলেন, আমি এবার জনতার প্রার্থী, জনতা আমাকে প্রার্থী করিয়েছে, তাদের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা আছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচন হলে এবারও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব ইনশা আল্লাহ।

ঘোড়া ॥ ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নগরীর গোবিন্দপুর, জয়পুর, বাতাবাড়িয়া, গন্ধমতিসহ বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন, শেষ পর্যায়ে এসে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে। কমিশনের কাছে অভিযোগ দিয়েও তেমন কাজ হচ্ছে না। তিনি বলেন, দল আমাকে বহিষ্কার করলেও তৃণমূলের নেতাকর্মীরা আমার পাশে আছেন। দুই প্রার্থী নিয়ে বিতর্ক আছে, আমাকে নিয়ে নেই। আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি ও আমার নেতাকর্মীরা সাবেক মেয়রের পরিবর্তনে বিশ^াসী।

আরও সংবাদ

ভরা মৌসুমে চড়ছে চালের দাম

দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম...

সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল ইমো

প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে সরকারের ৩৩৩ হেল্পলাইনের সঙ্গে সংযুক্তি, বছরজুড়ে নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছে বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো।...

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে অনলাইনে ভর্তি পরীক্ষা আগামী...

একটি মন্তব্য প্রদান করুণ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Stay Connected

- Advertisement -

সর্বশেষ সংবাদ

ভরা মৌসুমে চড়ছে চালের দাম

দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম...

সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল ইমো

প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে সরকারের ৩৩৩ হেল্পলাইনের সঙ্গে সংযুক্তি, বছরজুড়ে নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছে বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো।...

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে অনলাইনে ভর্তি পরীক্ষা আগামী...

মেসিকে নিয়ে মুখ খুললেন খেলাইফি

বার্সেলোনার সঙ্গে চুক্তির ঝামেলায় আটকে ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু ফরাসি ক্লাবটিতে তার দুই বছর ঠিক সাফল্যময় হয়নি।...

পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের...