কুমিল্লা অফিস ॥
বাংলাদেশে প্রথম বারের মতো শতভাগ ইভিএম ভোটে ১৫ জুন কুমিল্লা সিটিকর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত স্বচ্ছ গনভোটে জীবনের প্রথম এই নির্বাচনে কুমিল্লা মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা আরফানুল হক রিফাত নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হওয়ায় কুমিল্লা সাংবাদিক ইউনয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
অভিনন্দন জানিয়েছেন, কুমিল্লা সাংবাদিক ইউনয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদার ও সাধারণ সম্পাদক জাকারিয়া মানিক। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি। সম্মিলিত সাংস্কৃতিক জোট’ কুমিল্লার সভাপতি পাপড়ি বসু, বাংলাদেশ নার্সিং ইন্সটিটিউট এবং কলেজ মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট’ কুমিল্লার সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম। সংস্কৃতি সংসদ’ কুমিল্লার সভাপতি আবুল কাশেম। অবসরপ্রাপ্ত (সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ) সেনাকল্যাণ সোসাইটি’ কুমিল্লার (সামরিক অঞ্চল, কোটবাড়ি, কুমিল্লা) প্রধান উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকার নেতা এম. সালাহউদ্দিন সেলিম, সভাপতি রুহুল আমীন আখন্দ ও সাধারণ সম্পাদক বাবুল মিয়া। বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সিগঞ্জ অঞ্চল কমিটির সভাপতি অধ্যাপক ডা: মাজহারুল হক তপন ও সাধারণ সম্পাদক সাংবাদিক এস. এম নাসির উদ্দিন প্রমুখ।