20 C
Dhaka
Saturday, November 23, 2024

চাকুরির খবর

বিশ্বকাপ উন্মাদনায় তারকারা

আজ থেকে কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপলক্ষে চারদিকেই এখন উৎসবের আমেজ। এই উৎসবে সাধারণ দর্শকদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও শামিল হচ্ছেন। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ আবার অন্য কোনো দল নিয়ে বাজি ধরছেন। কয়েকজন তারকার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন- ফয়সাল আহমেদ তারেক আনন্দ জাহিদ ভূঁইয়া

ওমর সানী

ফুটবল আমাদের প্রিয় খেলা। বিশ্বকাপ এলে সেটা খুব ভালো করেই টের পাওয়া যায়। প্রতিটি বাসার ছাদেই এখন প্রিয় দলের পতাকা টানানো হয়েছে। আমার পছন্দের দল ব্রাজিল। বিশ্বকাপে তাদের সবগুলো ম্যাচ দেখব। এবারের বিশ্বকাপে ব্রাজিল ভালো করবে- এটাই চাই।

মৌসুমী

চার বছর পর বিশ্বকাপ ফুটবলের আসর বসে। এই মহাআয়োজনের জন্য অধীর অপেক্ষায় থাকি। পরিবারের সবাই মিলে খুব মজা করে খেলা দেখি। আমি ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করে আসছি। কষ্ট হলেও দলটির খেলা মিস করি না। আমি চাই, এবারের বিশ্বকাপে ব্রাজিল বিজয়ী হোক।

আসিফ আকবর

আমার পছন্দের দল ব্রাজিল। প্রিয় দলের খেলা যেদিন হয়, সেদিন যেখানেই থাকি না কেন, বন্ধুদের নিয়ে আয়োজন হবেই। ব্রাজিল পছন্দের দল হলেও প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নেইমার-সিলভারা চ্যাম্পিয়ন হবে, এটা প্রত্যাশা করি।

মোস্তফা সরয়ার ফারুকী

কেন ব্রাজিল সমর্থন করি- সেটা বলতে পারব না। একটা কারণ হতে পারে, ছোটবেলায় পাঠ্যবইয়ে হয়তো পেলের সম্পর্কে জেনেছি। এখন নেইমারের খেলা ভালো লাগে। ভিনিসিয়ায়ও দারুণ ফর্মে আছে। সব মিলিয়ে দলটার মধ্যে বৈচিত্র্য আছে। আর্জেন্টিনার মেসির খেলাও আমাকে খুব মুগ্ধ করে।

চঞ্চল চৌধুরী

১৯৮৬ সাল থেকে আমি ম্যারাডোনার ভক্ত। তার জাদুকরী খেলায় মুগ্ধ হয়েই আর্জেন্টিনা দলের সমর্থক বনে যাই। এবারের বিশ্বকাপে গ্যালারিতে ম্যারাডোনাকে খুব মিস করব। ২০১৮ সালের চেয়ে এই বিশ^কাপের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। মেসিকে স্বরূপে মাঠে পেতে চাইব। আশা করি, আর্জেন্টিনা চমকে দেবে বিশ্বকে।

নুসরাত ইমরোজ তিশা

আমি আর্জেন্টিনার পাঁড় ভক্ত। ম্যারাডোনার কথা শুনেই দলটির প্রতি ভালো লাগা জন্মায়। এখনকার দলে মেসি আমার প্রিয় খেলোয়াড়। এ ছাড়া ডি মারিয়া, দিবালাদের খেলাও ভালো লাগে। এবারের দলটা নিয়ে অনেক ফুটবল বিশ্লেষক আর্জেন্টিনার পক্ষে বাজি ধরছেন।

জিয়াউল ফারুক অপূর্ব

খেলার সময় কাজের সূচি পরিবর্তন করে রাখি। আমার ছেলেও খেলা দেখতে খুব মুখিয়ে থাকে। সাধারণত বন্ধুবান্ধবসহ খেলা দেখতে পছন্দ করি। এমনও হয়েছে খেলা দেখা নিয়ে ঝগড়া হয়ে দীর্ঘদিন অনেক বন্ধুর সঙ্গে কথা বলিনি। ব্রাজিল আমার প্রিয় ফুটবল দল। এবার জিতবে তারাই।

নিরব

আমি আর্জেন্টিনার সমর্থক। কারণ দলটির খেলার মধ্যে ভিন্ন কিছু রয়েছে, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। মেসি তো দুর্দান্ত খেলে। সব মিলিয়েই আমার কাছে আর্জেন্টিনার খেলা ভালো লাগে। সর্বাধিক বিশ্বকাপ জেতা দেখে দল সমর্থন করি না। খেলার নৈপুণ্য দেখে সমর্থন করি।

ইমন

যখন থেকে খেলা বুঝি, তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। মেসি-ডি মারিয়াদের দেখেই দলটির প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। আর ‘অল টাইম গ্রেট’ ম্যারাডোনা তো আছেনই। কাতারের মাঠে দর্শকসারিতে তাকে খুব মিস করব। আশা করব, মেসির হাতে এবারের সোনালি ট্রফিটা উঠবেই।

সাইমন সাদিক

যারা ফুটবল খেলা দেখে আনন্দ উপভোগ করতে চান, তারা ব্রাজিল করেন। ইনশাল্লাহ, প্রিয় দলটি ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হবে।

সিয়াম আহমেদ

২০০৭ সাল থেকে আমার প্রিয় দল স্পেন। ডেভিড ভিয়ার কারণেই ইউরোপের এই দলটির সমর্থন করা। এর বাইরে আর্জেটিনার মেসি আমার প্রিয় খেলোয়াড়। এ কারণে স্পেনের সব খেলা দেখার পাশাপাশি আর্জেন্টিনার খেলাগুলোও দেখার ইচ্ছা আছে।

সাবিলা নূর

অনেকেই প্রশ্ন করে, আর্জেন্টিনা-ব্রাজিল বাদ দিয়ে জার্মানি কেন করি। আমার আসলে তাদের ইউনিটি ভালো লাগে। দলটিতে কোনো সুপারস্টার নেই। অন্য সব দলের সঙ্গে তুলনা করলে এভারেজ দল নিয়ে বিশ্বকাপ খেলে তারা। কিন্তু ওই ১১ জনই কীভাবে যেন এক হয়ে প্রতিপক্ষের ওপর হামলে পড়ে, যা অন্যরা পারে না।

পূজা চেরি

আমার প্রিয় দল একটাই, আর্জেন্টিনা। ফাইনালের আগে তারা হেরে গেলে আমার বিশ^কাপ শেষ! আমার মায়ের কাছে শুনেছি ম্যারাডোনার কথা। সে মায়ের প্রিয় খেলোয়াড়। আর আমার মেসি। ফুটবলের রাজপুত্র এবার ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপাখরা ঘোচানোর মিশন নিয়ে মাঠে নামবেন। খালি হাতে ফিরতে হবে না মেসিকে।

ইমরান

ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার ভক্ত। মেসির মতো তারকা ফুটবলার থাকলে দলের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। এবারই হয়তো তার শেষ বিশ্বকাপ। মেসির জন্য হলেও শিরোপাটা হাতে তুলতে চাইবে পুরো দল। আমার দৃঢ় বিশ্বাস বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।

মিম মানতাশা

আব্বু আর ভাইয়া ব্রাজিলের সমর্থক। কিন্তু আমার কাছে মেসিকে খুবই ভালো লাগে। আমি তার ফ্যান হয়েছি, যখন ফুটবলের এই রাজপুত্রের লাইফস্টাইল পড়েছি। আমার মনে হয়, মেসির থেকে বেস্ট কেউ হতেই পারে না। তার জন্য হলেও বিশ্বকাপটা চাই।

পড়শী

ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের ভক্ত। নেইমার খুবই প্রিয়। ফুটবল নিয়ে তার ক্যারিশমার কোনো তুলনাই হয় না। এবারের দলটা খুব ভালো অবস্থানে আছে। অভিজ্ঞ কিছু খেলোয়াড়ের পাশাপাশি তরুণ কয়েকজন তারকা আছে- যারা যে কোনো মুহূর্তেই খেলার গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে।

সজল

২০১৪ বিশ্বকাপ ফাইনাল হারের বেদনা নিয়ে অপেক্ষায় দিন পার করছি। দীর্ঘ অপেক্ষার পর এলো ২০২২। এবার আর্জেন্টিনা শিরোপা উঁচিয়ে ধরবে।

মাসুম

আর্জেন্টিনার খেলা দেখার জন্য অপেক্ষা করি। আর সেটা যদি হয় বিশ্বকাপ, তাহলে তো উন্মাদনা বেড়ে যায়। এবারের বিশ্বকাপে জ্বলে উঠবে দল।

কর্নিয়া

আমার প্রিয় দল আর্জেন্টিনা। মেসি ভালোবাসার অপর নাম। খুব ভালো লাগে তার খেলা। ২০১৪ সালের বিশ্বকাপে খুব কষ্ট পেয়েছি। এবার বিশ্বকাপ জিতে সেই কষ্ট দূর হবে।

আরও সংবাদ

ভরা মৌসুমে চড়ছে চালের দাম

দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম...

সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল ইমো

প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে সরকারের ৩৩৩ হেল্পলাইনের সঙ্গে সংযুক্তি, বছরজুড়ে নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছে বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো।...

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে অনলাইনে ভর্তি পরীক্ষা আগামী...

একটি মন্তব্য প্রদান করুণ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Stay Connected

- Advertisement -

সর্বশেষ সংবাদ

ভরা মৌসুমে চড়ছে চালের দাম

দেশে এ বছর আমনের রেকর্ড উৎপাদন হয়েছে। বাজারে সরবরাহে ঘাটতি নেই, তার পরও চড়ছে চালের দাম। গত চার-পাঁচ দিনের ব্যবধানে কেজিতে দাম...

সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেল ইমো

প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে সরকারের ৩৩৩ হেল্পলাইনের সঙ্গে সংযুক্তি, বছরজুড়ে নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছে বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো।...

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১০ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প সরকারি সাত কলেজ, প্রযুক্তি ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে অনলাইনে ভর্তি পরীক্ষা আগামী...

মেসিকে নিয়ে মুখ খুললেন খেলাইফি

বার্সেলোনার সঙ্গে চুক্তির ঝামেলায় আটকে ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু ফরাসি ক্লাবটিতে তার দুই বছর ঠিক সাফল্যময় হয়নি।...

পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের...