ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন ব্যক্তির দুর্নীতিতে জড়ানোর অভিযোগ তদন্তের অংশ হিসেবে ব্রাসেলসে আবার তল্লাশি চালিয়েছে বেলজিয়ামের পুলিশ। তল্লাশির সময় অন্তত ১৫ লাখ ইউরো উদ্ধার করা হয়।
বুধবার এক টুইটে ১৫ থেকে ১৬ লাখ ইউরো উদ্ধারের সচিত্র খবর প্রকাশ করে বেলজিয়ামের ফেডারেল জুডিশিয়াল পুলিশ। এর আগে কাতারের কাছ থেকে মোটা অংকের অর্থ ও দামী উপহার সামগ্রী গ্রহণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এভা কাইলিসহ চারজনকে আটক করা হয়।
৪৪ বছর বয়সি গ্রিক রাজনীতিবিদ কাইলি অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন। বেলজিয়ামের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আটকাদেশ দীর্ঘায়িত হওয়ায় আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত পুলিশের হেফাজতেই থাকতে হবে তাকে।
সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের চার ব্যক্তির বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। গত রবিবার বেলজিয়ামের এক বিচারপতি বলেছেন, ওই চার ব্যক্তি কাতারের কাছ থেকে ঘুষ হিসেবে নগদ অর্থ ও দামী উপহার সামগ্রী গ্রহণ করেছেন।
শনিবার ব্রাসেলসের একটি ভবনে সেসব অর্থ ও উপহার সামগ্রীর সন্ধানে তল্লাশি চালায় পুলিশ। নিয়ম অনুযায়ী তল্লাশির সময় পার্লামেন্টের প্রেসিডেন্ট রোব্যার্তা মেৎসোলাও সেখানে উপস্থিত ছিলেন। তার আগের দিন, অর্থাৎ শুক্রবার বেলজিয়ামের কর্তৃপক্ষ ব্রাসেলসে ১৬টি বাড়িতে তল্লাশি চালিয়ে ছয় লাখ ইউরো এবং কিছু কম্পিউটার ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। সেদিন ছয় ব্যক্তিকে আটকও করা হয়। তবে পরে চার জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়।
আটক চারজনের একজন ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ও গ্রিসের সমাজতন্ত্রী দলের নেত্রী এভা কাইলি। তাকে ইতিমধ্যে ইউরোপীয় পার্লামেন্ট থেকে বহিস্কার করা হয়েছে। সম্প্রতি কাতার সফরে গিয়ে সে দেশের শ্রম আইনের প্রশংসা করেন এভা কাইলি। মানবাধিকার নিয়ে কাতার সরকারের সমালোচনার বিরুদ্ধেও অবস্থান নিতে দেখা যায় তাকে।
সূত্র : ডয়চে ভেলে