২০২৩ সালে করোনাভাইরাস আর মহামারি পর্যায়ে থাকবে না বলে আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
ডব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, ‘২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির যে ভয়াবহ তেজ ছিল, গত প্রায় তিন বছরে তার অনেকটাই হ্রাস পেয়েছে। ২০২০ বা ২০২১ সালের চেয়ে বর্তমানে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম।’‘তাছাড়া এই সময়সীমার মধ্যে বিশ্বের অনেক দেশ সফলভাবে গণটিকা কর্মসূচিও পরিচালনা করেছে। করোনার মুখে খাওয়ার ওষুধও এখন উন্নত দেশগুলোর ওষুধের দোকানে সহজলভ্য। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা মনে করছি, ২০২৩ সালে করোনা আর মহামারি পর্যায়ের রোগ থাকবে না।’
সূত্র : এএফপি