তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী সোমবার শুক্রবার স্বারকলিপি দেবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ (সোহেল তাজ)। জাতীয় সংসদের সামনে থেকে গণভবন অভিমুখে পদযাত্রা শেষে এ স্মারকলিপি দেওয়া হবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে সোহেল তাজ বলেন, ‘আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে ১০ এপ্রিল ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো দিন কারণ ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। আর এই সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। আমি মনে করে বাংলাদেশকে একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নতুন এবং ভবিষ্যৎ প্রজন্ম তখেই অবদান রাখতে পারবে যখন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারবে।’advertisement
তিনি বলেন, সেই লক্ষ্যে ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালন করাসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে প্রধানমন্ত্রীর বাসভবন (গণভবন) অভিমুখে পদযাত্রা এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।