জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমাদের দল কারও বি-টিম নয়। কাউকে ক্ষমতায় নিতে রাজনীতি করছি না। যারা বন্ধুর মর্যাদা দেবে, তাদের সঙ্গে বন্ধুত্ব হবে। কারও জিম্মি বা ক্রীতদাস হতে রাজনীতি করবে না জাপা। চোখে চোখ রেখে বন্ধুত্ব করবে। বন্ধুত্বের নামে কারও কাছে মাথা নত করবে না।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাপার কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভায় জাপা প্রধান পৃষ্ঠপোষক এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও তার অনুসারীরা উপস্থিত ছিলেন না।
জি এম কাদের বলেন, নির্বাচন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এ ধারা থেকে বের হতে আগামী নির্বাচনে জাপা শুধু ত্যাগী নেতাদের প্রার্থী করবে। এছাড়া কাউকেই মনোনয়ন দেওয়া হবে না।
প্রায় ১০ বছর পর জাপার ইফতারে অংশ নেয় বিএনপি। জাপাও বিএনপির ইফতারের নিমন্ত্রণ রক্ষা করে।
কার সঙ্গে আগামীতে জোট হবে প্রসঙ্গে জি এম কাদের বলেন, জাপা শক্তিশালী দল হলে সবাই জোট করতে আসবে। জোট করলে শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনেও জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে।
সভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সৈয়দ আব্দুল মান্নান, ফখরুল ইমাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আব্দুস রশিদ সরকার, নাজমা আখতার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপিসহ কেন্দ্রীয় কমিটির নেতারা অংশ নেন।