ফৌজদারি বিচারের মুখোমুখি হচ্ছেন আর্সেনালের ফরোয়ার্ড রেইস নেলসন। আর্সেনালের এই তারকার বিরুদ্ধে অভিযোগ, তার পোষা কুকুর নিয়ন্ত্রণের বাইরে গিয়ে একজন ম্যাসেজারকে আক্রমণ করেছে। খবর ডেইলি মেইলের।
সাইদ মোতালিব নামে ওই ম্যাসেজারকে ২০২০ সালের ২ ডিসেম্বর আক্রমণ করে মারাত্মক আহত করেছিল টিয়াগো নামে নেলসনের ওই কুকুর। নেলসনের উত্তর লন্ডনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। আগামী ৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে বিচারের দিন ধার্য করা হয়েছে।
গত বছরের ৩১ অক্টোবর নেলসনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। তবে সে সময় অভিযোগ অস্বীকার করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরে তাকে নিঃশর্ত জামিন দেওয়া হয়।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় আর্সেনাল যখন ধরাছোঁয়ার বাইরে তখনই এমন ঘটনা বেশ অনাকাঙ্খিত। এই মৌসুমে এখনও পর্যন্ত ১১ ম্যাচে মাঠে নেমেছেন নেলসন। যেখানে ৩ গোলের সঙ্গে ৩টি অ্যাসিস্ট আছে এই ফরোয়ার্ডের।
প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে আছে আর্সেনাল। আগামীকাল রোববার লিভারপুলের মুখোমুখি হচ্ছে তারা।