চৈত্র মাস তার নিজ রূপ দেখাতে শুরু করেছে। চারদিকে তাপপ্রবাহ। অথচ এ মাসের প্রথম দুই সপ্তাহে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে কম। এর কারণ ছিল বৃষ্টি। কিন্তু বৃষ্টির রেশ কমে যাওয়ায় সপ্তাহখানেক ধরে প্রচণ্ড গরম পড়েছে। আজ রোববার দেশের ৪৩টি জেলায় তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর বিস্তৃতি আরও বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলায় এবং রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অর্থাৎ চার বিভাগের ৪০টিসহ মোট ৪৩ জেলায় এখন তাপপ্রবাহ বইছে। এ পরিস্থিতি অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ বিকেলে বলেন, যে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বইছে, তা অব্যাহত থাকবে অন্তত আরও তিন দিন। দু–এক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর ৪৪টি স্টেশনের আবহাওয়ার অবস্থা প্রতিদিন বিজ্ঞপ্তিতে তুলে ধরে। আজ সকাল নয়টায় দেওয়া বিজ্ঞপ্তিতে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর ছাড়া আরও কোথাও বৃষ্টি হয়নি। চাঁদপুরে ১২ মিলিমিটার বৃষ্টি হয় এ সময়।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আগামী প্রায় এক সপ্তাহ বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের উত্তর-পূর্বের সিলেটে কিছু বৃষ্টি হতে পারে; তা–ও আগামী চার থেকে পাঁচ দিনের আগে নয়।
এদিকে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা রাজধানীতে যেমন, দেশের অন্যত্রও একই অবস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী মানুষ, যাঁদের এই তীব্র গরমে রাস্তাঘাটে কাজ করতে হয়।