বিশ্বের জনপ্রিয় ম্যাসেজের প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হোয়াটসঅ্যাপ। কয়েকশো কোটি মানুষ এই প্লাটফর্মটি ব্যবহার করছেন। বন্ধু, পরিবার–পরিজনসহ পরিচিতদের সঙ্গে সহজে যোগাযোগের সুযোগ থাকায় অনেকেই ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। নিয়মিত বার্তা বা ছবি/ভিডিও আদান-প্রদান, ভয়েস ও ভিডিও কল সুবিধা থাকায় দিনে দিনে আরও বেশ জনপ্রিয় হয়ে উঠছে এটি। কিন্তু এর ব্যবহারকরিদের কিছু বিড়ম্বনাও রয়েছে। অজস্র মেসেজ এসে জমা হচ্ছে ইনবক্সে। আসে ছবি ও ভিডিও। এগুলো আপনার অজান্তেই জমা হয় ফোনের স্টোরেজে। ফলে ফোনের মেমোরি পূর্ণ হয়ে যায়।
কীভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন তা হয়তো জানা নেই। আসুন জেনে নিন কী করতে হবে
হোয়াটসঅ্যাপ স্টোরেজ খালি করার একাধিক পদ্ধতি রয়েছে। আপনার কাছে যদি অফুরন্ত সময় থাকে, তাহলে আপনি ধরে-ধরে সমস্ত ভারী ফাইলগুলো ডিলিট করে স্টোরেজ খালি করতে পারেন। আর আপনার কাছে যদি পর্যাপ্ত সময় না থাকে, তাহলে আপনার জন্য ব্যাপক কার্যকর হতে পারে হোয়াটসঅ্যাপ স্টোরেজ টুল।
প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর থ্রি ডট মেন্যুকে ট্যাপ করে সেটিংসে যেতে হবে। স্টোরেজ থেকে পরে ডাটা অপশনে ক্লিক করতে হবে। ডাটা অপশনে ৫ এমবির বেশি ফাইল অপশন নির্বাচন করে প্রবেশ করতে হবে। এরপর সেখানে থাকা ফাইলগুলো থেকে যেগুলো ফেলে দেওয়া যাবে, সেগুলো নির্বাচন করে মুছে ফেলতে হবে। ব্যবহারকারী চাইলে একাধিক ফাইল একবারে নির্বাচন করে মুছে ফেলতে পারবে।