বার্সেলোনার সঙ্গে চুক্তির ঝামেলায় আটকে ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিএসজিতে যোগ দেন মেসি। কিন্তু ফরাসি ক্লাবটিতে তার দুই বছর ঠিক সাফল্যময় হয়নি। যে কারণে শুনতে হয়েছে সমর্থকদের দুয়ো। ফলে গত বছর নতুন চ্যালেঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।
পিএসজি সমর্থকদের আচরণ নিয়ে মেসির ভাষ্য ছিল, ‘আমি মনে করি, শুরুর দিকে বিষয়গুলো চমৎকার ছিল। কিন্তু এরপর কিছু মানুষ আমাকে ভিন্ন চোখে দেখতে শুরু করলো, পিএসজি সমর্থকদের একটা অংশ। একটা অংশের সমর্থকদের সঙ্গে আমার সম্পর্কে চিড় ধরেছিল, যেটা অবশ্যই আমি চাইনি। এমন কিছুর ধারেকাছে ছিল না আমার চাওয়া।’মেসির ওই অভিযোগ নিয়ে সম্প্রতি আরএমসি স্পোর্টের পডকাস্ট-এ কথা বলেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি। মানুষ হিসেবে মেসিকে সম্মান করার কথা বললেও পিএসজি প্রসঙ্গে মেসির বক্তব্য নিয়ে সমালোচনা করেন পিএসজি সভাপতি। সেই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন।
খেলাইফি বলেন, ‘যখন আমরা একসঙ্গে আছি, তখন এসব নিয়ে কথা বলতেই পারি। কিন্তু যখন চলে যাব, তখন নয়। মেসির প্রতি অনেক শ্রদ্ধা আছে আমার, কিন্তু যদি কেউ চলে যাওয়ার পর পিএসজিকে নিয়ে বাজেভাবে কথা বলে, সেটা ভালো নয়।’
পিএসজির মালিক আরও বলেন, ‘এটা শ্রদ্ধা করা বলে না। সে মন্দ মানুষ নয়, কিন্তু তার কথাগুলো আমার ভালো লাগেনি। সেটি কেবল তার বেলায় নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য।’