ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের দুই কর্মীর সঙ্গে ঝগড়াই বাধিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আর ম্যানেজার গ্যাভিন ডোভি! ওই দুই কর্মীর ‘দোষ’, তাঁরা কেন তাঁদের ওয়েবসাইটে টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের উৎসবের ভিডিও প্রকাশ করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪–১ ব্যবধানে। টানা তিনটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠের পর ড্রেসিংরুমেও উৎসবে মেতেছিলেন। ‘আমরা করব জয়’ গানটি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিজয়সংগীত। যেকোনো বড় জয়ের পরই উৎসবের আবহে ক্রিকেটাররা সবাই মিলে এ গানের সুরে গলা মেলান। সেদিনও তাঁরা সবাই মিলে গানটি গেয়েছিলেন। বাংলাদেশ দলের সেই গানসহ পুরো উদ্যাপনের একটা ভিডিও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পোস্ট করা হয়। অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গার আর ম্যানেজার ডোভির ক্ষোভ, ক্রিকেট অস্ট্রেলিয়া কেন এই ভিডিও পোস্ট করেছে, সেটি নিয়ে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘ক্রিকেট ডটকম ডট এইউ’র হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন দুই কর্মী। তাঁরা দুজন বাংলাদেশ ও অস্ট্রেলীয় ক্রিকেট দলের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও ওয়েবসাইট ও তাঁদের টুইটারে পোস্ট করার দায়িত্বে ছিলেন। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ওয়েবসাইটে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্যাপনের ভিডিও প্রকাশিত হলে ডোভি আর ল্যাঙ্গার সেটি নিয়ে আপত্তি জানান, সেখান থেকেই সমস্যার সূত্রপাত।
ডোভি অবশ্য পুরো ব্যাপারটির ব্যাখ্যা দিয়েছেন সিডনি মর্নিং হেরাল্ডকে, ‘দলের পরিবেশ যথেষ্ট ভালো ছিল। এটিকে অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। পুরো বিষয়টিই ছিল এক ধরনের খোলামেলা আলোচনা। এমন আলোচনা দলের মধ্যে, খেলোয়াড়, কর্মকর্তা বা অন্যান্য কর্মীর মধ্যে হতেই পারে।’
অস্ট্রেলীয় টিম ম্যানেজার অবশ্য মতপার্থক্যের বিষয়টি অস্বীকার করেননি, ‘হ্যাঁ, বিষয়টিতে আমাদের মতে পার্থক্য ছিল এবং এ মতপার্থক্যের বিষয়টি আমরা মেনে নিয়েছি। তবে এটি এমন একটা আলোচনা ছিল, যেটি লোকচক্ষুর আড়ালেই হওয়া উচিত ছিল। আমি বিষয়টির দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নিচ্ছি।’
এ ব্যাপারে অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গারের মন্তব্য অবশ্য পায়নি সিডনি মর্নিং হেরাল্ড।