অনলাইনে পণ্য কিনলে সময় বাঁচে, ঝক্কিও এড়ানো যায়। তা ছাড়া করোনা মহামারীর কারণে অনেকেই অনলাইনে পণ্য কিনতে অভ্যস্ত হয়ে উঠেছেন। এ সুযোগে ক্রেতাদের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু প্রতিষ্ঠান। গতকাল আমাদের সময়ের প্রতিবেদনে আলাদিনের প্রদীপ নামে একটি প্রতিষ্ঠানের প্রতারণার চিত্র উঠে এসেছে।
প্রচলিত পদ্ধতিতে পণ্য কেনার সঙ্গে সঙ্গে দাম পরিশোধ করতে হয়। দেশে কিস্তিতে পণ্য কেনারও সুযোগ রয়েছে। আর অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সাধারণত যে বিষয়টি প্রচলিত তা হলো ক্যাশ অন অর্থাৎ পণ্য সরবরাহ নেওয়ার সঙ্গে সঙ্গে দাম পরিশোধ করতে হয়। কিন্তু আলাদিনের প্রদীপে এসব কোনো নিয়ম প্রযোজ্য নয় তারা আগেই টাকা নিয়ে নেন।
গত বছরের আগস্টের শুরুতে রেজিস্ট্রেশন ছাড়াই অনলাইন শপ হিসেবে যাত্রা শুরু করে আলাদিনের প্রদীপ। চলতি বছর রেজিস্ট্রেশন করে কোম্পানিটি। সবশেষ জুনের অফারে ৬১ হাজারেরও বেশি ক্রেতা আলাদিনের প্রদীপে নানা পণ্য অর্ডার করেন। এর মধ্যে শেষ তিনটি অফারে বেশিরভাগই ছিল মোটরসাইকেল, ফ্রিজ, মোবাইল ফোনসহ দামি পণ্য। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকারও বেশি। আর এই অর্ডারগুলো পড়ার পর আলাদিনের প্রদীপ আখের গুছিয়ে ফেলে। ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি কল সেন্টারও বন্ধ করে দেওয়া হয়।
মূলত যুবক, ডেসটিনি, ইউনিপেটুইউর মতো প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের পর এমএলএম নিয়ে গ্রাহক পর্যায়ে অনাস্থা দেখা দিলেও অনেক প্রতিষ্ঠান নতুন নাম ও কৌশলে একই কায়দায় ব্যবসা করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠান কখনো পণ্য বা উচ্চ বেতনে চাকরি দেওয়ার নামে বা আকর্ষণীয় সুদ দেওয়ার নামে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। কোনো কোনো প্রতিষ্ঠান বিশেষ অঞ্চলকে টার্গেট করে সেখান থেকে মোটা অঙ্কের অর্থ তুলে নিয়ে চম্পট দেয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ করা না হলে অনূর্ধ্ব এক বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদ- বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ- বা উভয় দ- হতে পারে। আমরা আলাদিনের প্রদীপের বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি করছি। আলাদিনের প্রদীপের মতো আরও যেসব প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিয়েছে, সেসব খুঁজে বের করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই প্রতারণা চলতে দেওয়া যায় না। আর গ্রাহকদেরও সচেতন হতে হবে। সস্তা অফারে গা ভাসালে চলবে না। যাচাই-বাছাই করে অর্থ বিনিয়োগ বা পণ্য কিনুন।