রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ক্লিনতস্কি শহরে রাতজুড়ে গোলাবর্ষণ চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ এই মন্তব্য করেছেন। আজ মঙ্গলবার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে বোগোমাজ বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং এর কিছু অংশ শৈল্পিক অঞ্চলে পড়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
সিএনএন বলছে, ক্লিনতস্কি রাশিয়ার পশ্চিমে অবস্থিত। এটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে।advertisement
চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৯৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।advertisement 4
এদিকে যুদ্ধ শুরুর পর থেকে সীমান্তবর্তী রাশিয়ার বিভিন্ন ভূখণ্ডে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকবার হতাহতের খবরও পাওয়া যায়। তবে ইউক্রেনের সেনাবাহিনী সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি।