অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। আফগান শিবিরে আঘাত হেনেছেন সাকিব আল হাসান। ২৫৬ রানে ভাঙল আফগানিস্তানের ওপেনিং জুটি।
৩৬.১ ওভারে সাকিবের বলে এলবিডব্লিউ হন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। যদিও রিভিউ নিয়ে শেষ রক্ষা হয়নি তার। গুরবাজ ১৫০ রানের আগেই থেমেছেন।তার ১২৫ বলে ১৪৫ রানের ইনিংসটি এক কথায় দুর্দান্ত। ১৩টি চারের সঙ্গে গুরবাজ মেরেছেন ৮টি ছক্কা। কোনো আফগানিস্তান ওপেনারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগারদের জন্য আজ লড়াইটা সিরিজ বাঁচানোর। কেননা প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ১৭ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে আফগানরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত তাদের।