আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্র মজুত করছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার সকাল ১১টার দিকে রাজধানীতে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী এ তথ্য জানান।এর আগে, গতকাল শনিবার রাজধানীর লালবাগে নাশকতা পরিকল্পনার প্রস্তুতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের ছয় নেতাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি বিদেশি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলি।
তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়ে খোন্দকার নুরুন্নবী বলেন, নির্বাচন সামনে রেখে অস্ত্র সংগ্রহ করছে ছাত্রদলের নেতাকর্মীরা। গ্রেফতার ছয় ছাত্রদলের নেতার বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।