ইরানি নির্মাতা মাজিদ মাজিদির বিখ্যাত সিনেমা ‘চিলড্রেন অব হেভেন’ অনেকেই দেখেছেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এতে আলী নামের এক শিশু চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন মির ফারুখ হাশেমিয়ান।
আলী চরিত্রের জন্য ছয় হাজার শিক্ষার্থীর অডিশন নিয়েছেন মাজিদ মাজিদি; তবে কাঙ্ক্ষিত শিল্পীকে তখনো খুঁজে পাননি। অঙ্কনের বই না নেওয়ায় শিক্ষকের বকা খেয়ে কাঁদছিলেন ফারুখ। এর মধ্যেই সেই শ্রেণিকক্ষে ঢোকেন মাজিদি। ফারুখকে ক্যামেরার সামনে দাঁড়াতে বলেন, ফারুখ ক্যামেরার সামনে কেঁদেই যাচ্ছিল। তখন মাজিদি বলে ওঠেন, ‘আলীকে পেয়ে গেছি।’ছবি: সংগৃহীত
মাত্র ৯ বছর বয়সে ‘চিলড্রেন অব হেভেন’ সিনেমায় অভিনয় করে তারকা বনে গেছেন ফারুখছবি: সংগৃহীত
সেই দিনের ছোট্ট ফারুখের বয়স এখন ৩৫ বছর, বিয়েশাদি করেছেন। তাঁর ছবি ইরানের পাঠ্যবইয়েও ছাপা হয়েছিলছবি: সংগৃহীত
তবে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নেননি ফারুখ। চলচ্চিত্র–জগতকে বিদায় জানান তিনি। সিনেমায় আলীর বোন জাহরার চরিত্রে অভিনয় করেছেন বাহারে সেদিঘি; সিনেমা মুক্তির ১৮ বছর পর তাঁর সঙ্গে দেখা হয়েছিল ফারুখের। বাহারেও আর অভিনয় করেন নাছবি: সংগৃহীত
ফারুখ পেশায় বর্তমানে একজন চিত্রশিল্পীছবি: সংগৃহীত