অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতের মহারাষ্ট্রে ভেন্টিলেটরে থাকা ২২ জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। রাজ্যটির নাসিকের একটি হাসপাতালে বুধবার (২১ এপ্রিল) এ ঘটনা ঘটে। এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ঘটনাটি ঘটেছে নাসিকের জাকির হুসেন হাসপাতালে। এখানে ১৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, নাসিকের ডিস্ট্রিক্ট কালেক্টর সুরাজ মান্ধারে বলেন, মহারাষ্ট্র শহরের একটি হাসপাতালের বাইরে অক্সিজেন ট্যাঙ্কার লিক হওয়ার পরে অক্সিজেন সরবরাহ প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ার কারণে ২২ জন মারা গেছে।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে প্রতিশ্রুতি দিয়েছেন, সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং তদন্ত করবে। তিনি বলেছেন, আমাদের প্রাপ্ত তথ্য অনুসারে, নাসিকের হাসপাতালে ভেন্টিলেটারে থাকা রোগীরা মারা গেছেন। এক ফুটো অক্সিজেন ট্যাঙ্কে দেখা গেছে যা এই রোগীদের অক্সিজেন সরবরাহ করছিল। ট্যাঙ্কে লিক হওয়ার পর অক্সিজেন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনা থামাতে ফায়ার ট্রাক ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।